ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উপজেলা পরিষদ নির্বাচন
চট্টগ্রামের লোহাগাড়ায় আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার চেয়ে কমিশনে চিঠি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বারবার আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন অপর এক প্রার্থী। 

আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর প্রার্থীতা বাতিলের দাবিতে অভিযোগ দেন ঘোড়া প্রতীকের সিরাজুল ইসলাম চৌধুরী।

চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণার শুরু থেকেই প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করে ৩ থেকে ৪ বার মোবাইল কোর্টের জরিমানার সম্মুখীন হলেও আইনের কোনোরূপ তোয়াক্কা না করে গত ৩০ মে বিদ্যালয় চলাকালীন দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনারস প্রতীক হাতে প্রার্থীর উপস্থিতিতে স্লোগান দিতে বাধ্য করায় খোরশেদ আলম চৌধুরীর প্রার্থীতা বাতিলসহ আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।’

এ বিষয়ে অভিযোগকারী সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে দেখেছি, আনারস প্রতীকের প্রার্থী স্থানীয়দের প্রভাবিত করার চেষ্টা করছেন। তাছাড়া বহিরাগতদের দিয়ে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারেন এবং ভোট ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে। তাই নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। আমি সুষ্ঠু নির্বাচন চাই।’

জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইনামুল হাসান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের সতর্ক করা হয়েছে। পার্শ্ববর্তী উপজেলা বা পার্বত্য এলাকা থেকে যেন বহিরাগত কেউ আসতে না পারে, সেদিকে খেয়াল রাখছি। এ ব্যাপারে প্রশাসন সতর্ক আছে।’

এ ব্যাপারে মন্তব্য জানতে আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর