ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'ভবিষ্যতে পরিবেশ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে'
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মুক্তিযোদ্ধা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেছেন, অধিকাংশ নদী-নালা, জলাশয়, পাহাড় দখলে দূষণে বিপর্যস্ত। এভাবে চলতে থাকলে ভবিষ্যত প্রজন্মসহ আমাদের অস্তিত্ব ধ্বংসের দ্বারপ্রান্তে অবতীর্ণ হবে। আজ পৃথিবীর জলবায়ু, বায়ু দূষণ, জীব বৈচিত্র্য, পশু পাখি প্রভৃতি রক্ষায় পৃথিবী জুড়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে না পারলে ভবিষ্যতে পরিবেশ এবং প্রতিবেশ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। 

মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন (বাপসা) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বোটানিস্ট এনভায়রনমেন্ট ফোরামের (সিইউবিএফ) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যার প্রফেসর ড. শেখ বখতেয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এম এ গফুরের সভাপতিত্বে প্রফেসর ড. মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবেশবাদী শারুদ নিজাম, ফরিদ উদ্দিন, পরিবেশ বিজ্ঞানী প্রফেসর সুচারু বিকাশ বড়ুয়া, প্রফেসর আজিজুল হক, পরিবেশবিদ প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী, জালাল উদ্দিন আকবর, প্রফেসর শাহী আলম, মাহবুবা চৌধুরী, হোমসিকা দত্ত, প্রফেসর ড. পার্থপ্রতীম ধর, প্রফেসর ড. মহিউদ্দিন, প্রফেসর প্রদীপ বড়ুয়া, আবু তৈয়ব, সাধন কুমার দত্ত, মো. সাইফুল করিম, সাফায়েত উল্লাহ, বাপসার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাইফু উদ্দিন সালাম মিঠু, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর