ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে চাকরিচ্যুত করার পর ব্যবসায়ীকে ক্ষুদে বার্ত চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃততের নাম মেজবাহ উদ্দীন বাবর (২৫)। তিনি নোয়াখালীর সুবর্ণচর জনতা বাজার এলাকার জসিম উদ্দীনের ছেলে এবং নগরে পাঁচলাইশ আদর্শপাড়ার মুন্সি কোম্পানীর বিল্ডিংয়ের ভাড়াটিয়া। শুক্রবার বায়েজিদ থানার চন্দ্রনগর রোমান্টিক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, গ্রেপ্তারকৃত যুবক চাঁদা দাবি করা ওই ব্যক্তির ফ্যাক্টরীতে চাকরি করতো। প্রশাসনিক কারণে বিগত ৬ আগে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। গত ৩১ মে একটি অপরিচিত নাম্বার থেকে ক্ষুদে বার্তা দিয়ে ওই ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা দাবি করে। এরপর কয়েকবার মুঠোফোনে কল ও এসএমএস দিয়ে টাকা দাবি করে। বিষয়টি ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাতনামা মোবাইল নাম্বার ও ব্যবহারকারীকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর