ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণ হবে : নাছির
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গ্রামকে শহরের মতো সকল সুযোগ সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার যে উদ্যোগ নিয়েছেন তাতেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য পূরণ হবে। গ্রামের মানুষকে আর শহরমুখী হতে হবে না। 

বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে নগর আওয়ামী লীগের ফলদ-বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টি পরিকল্পনাবিদদের মাথায় রাখতে হবে। উন্নয়ন কাঠামো নির্মাণ যাতে কোনোভাবেই পরিবেশের ভারসাম্য ক্ষুন্ন না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাবেক এমপি নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনি, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, রুহুল আমিন তপন, ইদ্রিস কাজেমি, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সরওয়ার মোরশেদ কচি, আনোয়ার হোসেন।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর