ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিআরটিএর অভিযানে ১৮ মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ চট্টগ্রাম। বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে এই অভিযানে ১৮টি মামলা ও জরিমানা করা হয়েছে ৭৩ হাজার টাকা। সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

বিআরটিএ সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফিটনেস বিহীন ৫টি গাড়িকে ৩৭ হাজার টাকা জরিমানা, রুট পারমিট বিহীন ৪টি পরিবহনকে ১৭ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স বিহীন ৫টি পরিবহনকে  ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘ দিন হালনাগাদ না থাকায় ১টি বাস ও ১টি অ্যাম্বুলেন্স এবং রেজিস্ট্রেশন বিহীন ৫টি সিএনজি অটোরিক্সা ডাম্পিং করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ, চট্টমেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, মোটরযান পরিদর্শক আব্দুল মতিন প্রমুখ।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর