ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বাংলাবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাংলা বাজারের টোল রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল আকবার শাহ কলোনী এলাকার বদিউল আলমের ছেলে।

আকবরশাহ থানার ওসি (তদন্ত) মো. আল মামুন জানান, সকালে বিদ্যুতের খুঁটিতে কাজ করতে উঠলে অসাবধানত বশত বিদ্যুৎস্পৃষ্ট হয় জামাল। এসময় বিদ্যুতের আগুনে পুড়ে তার শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে জামালের লাশ উদ্ধার করে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর