ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ডাক্তারদের গ্রামে পোস্টিং দিলে তদবির শুরু হয়: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের ডাক্তাদের গ্রামে-গঞ্জে পোস্টিং দিলে তদবির শুরু হয়ে যায়। আপনাদের যেখানেই পোস্টিং দেওয়া হয় সেখানে কাজ শুরু করবেন। আপনাদের সকল সুবিধা আমরা নিশ্চিত করবো।

শুক্রবার (৫ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম রেডিসন ব্লুর মোহনা হলে আয়োজিত আন্তর্জাতিক কার্ডিওলোজি কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা যদি আমরা সমৃদ্ধ করতে পারি তাহলে ঢাকায় এতো রোগীর চাপ হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সকল সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলায় চিকিৎসকদের নিরাপত্তা ও আবাসন ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তাহলে আমরা কিভাবে উপজেলায় একজন চিকিৎসককে থাকতে বলবো!

তিনি স্মৃতিচারণ করে বলেন, ১৯৫৯ সালে যখন আমি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি হই তখনকার চট্টগ্রাম আর এখনকার চট্টগ্রাম অনেক বদলে গেছে। আমি বসে বসে চিন্তা করছিলাম আমার সেই ছাত্র জীবনের কথা। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর