ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামজুড়ে শিক্ষার্থীদের লংমার্চ
চবি প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে চট্টগ্রামজুড়ে লংমার্চ করেছে আন্দোলনকারীরা। শুক্রবার নগরীর ষোলশহর স্টেশন থেকে এ লংমার্চ শুরু হয়।

লংমার্চটি ২ নং গেইট থেকে প্রবর্তক মোড়, চকবাজার, জামালখান, কাজীর দেউড়ি, জিইউসির মোড় হয়ে পুরো নগরজুড়ে হাজার হাজার শিক্ষার্থী পায়ে হেঁটে এ লংমার্চ করে। এসময় ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’,  ‘লাঠি দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘আমার ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত চবি শিক্ষার্থী ওয়াহিদ হাসান বলেন, শিক্ষার্থীরা রাজপথে যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর আক্রমণ করবে কেন? কেন তাদের উপর লাঠিচার্জ করবে? তাদেরকে এ অধিকার কে দিয়েছে? আমরা আন্দোলনে এসেছি আমাদের পরিবারকে রক্ষা করার জন্য, আমাদের ভবিষ্যৎ কে সুরক্ষা করার জন্য। যাদের ভোগান্তি হচ্ছে তারা আমাদেরই মা-বোন আমাদেরই প্রতিবেশী, তারা আমাদের আন্দোলনকে সমর্থন দেয়।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর