ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ'র অভিযান
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর কাস্টমস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নানা ক্রুটির কারণে ১২টি মামলা ও ৪১ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিআরটিএ সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিআরটিএ অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে ১২টি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। তারমধ্যে ফিটনেসবিহীন ৩টি ও জরিমানা ১৫ হাজার। রুট পারমিট বিহীন ২টি, জরিমানা ৮ হাজার। ড্রাইভিং লাইসেন্স বিহীন ৩টি ও জরিমানা ৯ হাজার। অন্যান্য ক্রুটির কারণে চারটি মামলা ও জরিমানা আদায় করা হয়েছে ৯ হাজার ২শ টাকা। পাশাপাশি নিবন্ধন বিহীন ম্যাক্স কোম্পানির একটি ড্রাম ট্রাক ডাম্পিং করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর