ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্বাভাবিক হচ্ছে বন্দরের কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে চার দিন স্থবির থাকার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বুধবার কাস্টমসেও বিকল্প ব্যবস্থায় আমদানি-রপ্তানি নতুন চালান শুল্কায়নের মাধ্যমে পণ্য খালাস ও রপ্তানী পণ্য জাহাজীকরণ শুরু হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট চালু হয়েছে। ফলে বন্দরের অপারেশনাল কার্যক্রমও চালু হয়েছে। কাস্টমস থেকে যেসব পণ্য শুল্কায়ন হচ্ছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে ভেলিভারি দেয়া হচ্ছে। আমরা কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করছি। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর চলমান থাকায় এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকায় রবিবার ও সোমবার চট্টগ্রাম বন্দর থেকে কোন কন্টেইনার খালাস হয়নি। তবে এসময় জাহাজ থেকে কন্টেইনার ওঠা-নামা স্বাভাবিক ছিল। কিন্তু কন্টেইনার ভেলিভারি ছিল কার্যত শূণ্যের কোটায়। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত ঘটনায় মঙ্গলবার দিন শেষে বন্দরে কন্টেইনার ছিল ৪১ হাজার ৬২০ টিইইউএস। বন্দর থেকে কন্টেইনার ভেলিভারি না হওয়ায় জাহাজ থেকে আসা কন্টেইনার ওঠা-নামা এবং স্থানান্তরে দেখা দেয় জট। তবে বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস ও লাইটারিং ছিল স্বাভাবিক। বুধবার ইন্টারনেট সেবা চালু হওয়ার পর শুরু হয় বন্দর থেকে কন্টেইনার ভেলিভারির স্বাভাবিক কার্যক্রম। ইন্টারনেট সেবা চালু হওয়ার পর চট্টগ্রাম কাস্টমসেও শুরু হয় কার্যক্রম। শুরু হয় সার্ভারে নথি যুক্ত করার কার্যক্রমও।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার ইমাম গাজ্জালী বলেন, মঙ্গলবার থেকে ম্যানুয়ালী পচনশীল মাল শুল্কায়ন শুরু হয়। বুধবার ইন্টারনেট পরিষেবা চালু হয়ে সকল কার্যক্রম স্বাভাবিক হয়। কারো পে- অর্ডার ও চালান না থাকলে আমরা অঙ্গীকারনামা নিয়ে মাল খালাস করে দিচ্ছি।’

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর