ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন সিডিএ চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ চলমান উন্নয়ন প্রকল্প ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের’ র‌্যাম্প নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেছেন। বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নীমতলা ও ফকিরহাট র‌্যাম্পের কাজ পরিদর্শন করেন। এ সময় সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রকল্প সংশ্লিষ্টদের চলমান কাজ স্বাভাবিক নিয়মে অব্যাহত রাখার নির্দেশ দিন।   

সিডিএ চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অগ্রাধিকার প্রকল্পের কাজ বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসে সৃষ্ট দুর্যোগময় মুহূর্তে সরকার নির্ধারিত শিথিল সময়েও চলছে। আমি চাই নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করে তার সুফল জনগণের দ্বারে পোঁছে দিতে। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস্,  প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমানসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।  

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর