ঢাকা, শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বন্য হাতির আক্রমণে আহত শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে বন্যহাতির হামলায় আহত শ্রমিক বিধান দে’র (৪৮) মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিধান দে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের মৃত ঝুনুরাম দে’র ছেলে। তার দুই ছেলে রয়েছে।

বিধান দে’র মামা নির্মলেন্দু দে বলেন, গতকাল সকালে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, গত ২৫ জুলাই দুপুরে আড়াইটার দিকে বোয়ালখালী জৈষ্ঠ্যপুরা পাহাড়ের দো-চাইল্যা নামক স্থানে লেবু বাগানে কাজ শেষে বাড়ি আসার পথে একটি বন্য হাতি বিধান দেসহ ৪ শ্রমিককে আহত করে। তাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান।  

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর