ঢাকা, শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

নিষিদ্ধ জামাত-শিবিরের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে : আ জ ম নাছির
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বিপথগামী শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনকে নিষিদ্ধ জামাত-শিবিরের পকেটে ভর্তি করিয়েছে। ওরা ঘরে না ফিরলে, তাদের ভবিষ্যতকে কালিমায় ঢেকে দেবে। তাদের বাংলাদেশ আছে। এই দেশের স্বাধীনতাকে বিকিয়ে দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তারা যদি কোন অপশক্তি ক্রীড়নক হয়ে থাকে তাদেরকে চরম মূল্য দিতে হবে।’

শুক্রবার নগরীর ওয়াসার মোড়ে জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ শেষে নাশকতা ও নৈরাজ্য বিরোধী নগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এসময় তিনি নিষিদ্ধ জামাত-শিবিরের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইউনুছ, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাবেক এমপি নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর