চট্টগ্রাম নগরীর চকবাজার কাঁচাবাজার এলাকায় মাছে রং দেয়াসহ নানা অপরাধে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
ফয়েজ উল্যাহ জানান, চকবাজার কাঁচাবাজারে মাছে রং দেওয়ার অপরাধে শাহাজাহান নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ইলিয়াস মাংসের দোকানকে ১ হাজার টাকা, খাজা মাংসের দোকানকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ ও এমআরপিবিহীন পণ্য বিক্রি করায় বিনিময় স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম