ঢাকা, রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
প্রতীকী ছবি

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন। 

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৬ জনের মধ্যে নগরের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৭ জন। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইমরান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং ২৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ১০ জন। 

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সবাইকে সচেতনতা থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশুদের প্রতি আরও যত্নবান হতে গুরুত্বারোপ করেন তিনি।

 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর