ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মিরপুর ঝুটপট্টিতে আগুনে পুড়লো ১৩ দোকান
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বরের 'এ' ব্লকে ঝুটপট্টিতে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দিবাগত রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ১৩টি ঝুট কাপড়ের দোকান।   রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   স্থানীয় এক ব্যক্তি জানান, রাত ১০টার পর সব দোকান বন্ধ হয়ে যায়। হঠাৎ 'ধপ' করে একটি দোকান থেকে আগুন জ্বলে উঠে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।   ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন ডাম্পিংয়ে সময় লাগে আরও আঘা ঘণ্টা।   ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। তবে পুড়ে যাওয়ার ধরণ দেখে বৈদ্যুতিক শট সার্কিট বা চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।   আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ



এই পাতার আরো খবর