ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

'নারীর প্রতি সহিংসতা রোধে সম্পদের অধিকার নিশ্চিত করতে হবে'
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা রোধে কেবল আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমই নয়, নারীর সম্পদের অধিকার নিশ্চিত এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে নারীর সকল সমস্যার সমাধান সম্ভব। এ লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) উদ্যোগে এবং সংস্থার বার্ষিক সম্মেলনে ‘অ্যাড্রেসিং ভায়োলেন্স এগেনেইস্ট উইমেন অ্যান্ড এনশিওরিং উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক বিশেষ সেশনে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

চুমকি বলেন, শুধু তাই নয়, সহিংসতার কারণগুলোও সমাধান করতে হবে। নারীর প্রতি সহিংসতা রুখতে নারীকে ক্ষমতায়িত করার পাশাপাশি তার অধিকার নিশ্চিত করলে এর প্রতিরোধ সম্ভব।

তিনি বলেন, নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা নির্মূলে এবং চ্যালেঞ্জ মোকাবেলায় নারীকে ক্ষমতায়িত করার লক্ষ্যে একটি সমাধান খুঁজে পেতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ, যুক্তরাজ্যের হাইকমিশনার আলিসন ব্লাক, ইউএন উইমেন’র শেকো ইসিকাওয়া।

এতে প্রবন্ধ উপস্থাপন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম



এই পাতার আরো খবর