ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

ব্যাটারির ভেতর থেকে ৪৮ সোনার বারসহ চীনা নাগরিক আটক
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জলাইটের ব্যাটারির ভেতর রাখা ৪৮ সোনার বারসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার সোনাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক রুয়ান জিনফেং (৪৩) চীনের নাগরিক। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো জানান, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের (ইকে৫৮২) যাত্রী রুয়ান জিনফেংকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টম হাউসের একটি দল। গ্রিন চ্যানেল অতিক্রমের পর ওই ব্যক্তিকে শুল্ককর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তার লাগেজগুলো স্ক্যানারে দেওয়া হলে ধাতব পদার্থ থাকার চিত্র পাওয়া যায়। পরে লাগেজে থাকা চার্জার লাইটের ব্যাটারি ভেঙে ৫.৫৬ কেজি ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর