ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

মা ইলিশ রক্ষায় বরিশালে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় নদী-নদীতে সকল ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর। মা ইলিশ রক্ষায় জেলেদের করণীয় নির্ধারনে শনিবার বরিশালে আলোচনা সভা করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। 

‘মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় শনিবার নগরীর কাশীপুরে মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সচেতনতার পাশাপাশিসব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি আহ্বান জানান। 

জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাইদ, সমিতির কেন্দ্রিয় সভাপতি ইসরাইল পন্ডিত ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার। 

সভায় কোস্টগার্ড ও পুলিশ কর্মকর্তাসহ  জলে, মৎস্য চাষী, খামারিরা উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। 

নিষেধাজ্ঞাকালীন দক্ষিণাঞ্চলের ৭ হাজার বর্গকিলোমিটার নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 



এই পাতার আরো খবর