ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

চালককে জুস খাইয়ে অটোরিকশা ছিনতাই করতেন তারা
ময়মনসিংহ প্রতিনিধি
অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই নারীসহ চার সদস্যকে গ্রেফতার

যাত্রীবেশে তারা একসঙ্গে অটোরিকশায় উঠতেন। কিছুদূর যাওয়ার পর চালকসহ সবাই জুস খেতেন। তবে চালককে দেওয়া সেই জুসের বোতলে মেশানো থাকতো চেতনানাশক ওষুধ। আর তা খেয়ে চালক অজ্ঞান হয়ে পড়লে, সেই অটোরিকশা নিয়ে চম্পট দিতেন তারা।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের দুই নারীসহ চার সদস্যকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহা. আহমার উজ্জামান।

গ্রেফতাররা হলেন কুড়িগ্রামের বুরুঙ্গামারি উপজেলার খোরশেদ আলম (৩৬), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বকুল মিয়া (২৫), একই উপজেলার জীবন রহমানের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৬) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেফালী বেগম (৩০)। বৃহস্পতিবার গাজীপুর জেলার হোতাপাড়ার মণিপুড় বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসপি মোহা. আহমার উজ্জামান বলেন, গত ১৬ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শাহীনুর রহমান (৫২) নামে এক অটোচালকের লাশ শনাক্ত করেন স্বজনরা। এ ব্যাপারে ১৯ এপ্রিল গৌরীপুর থানায় নিহতের স্ত্রী পারভীন বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তে নামে ডিবি পুলিশ। পরে আড়াই মাসের চেষ্টায় ওই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে বৃহস্পতিবার গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসা হয়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   

 

 



এই পাতার আরো খবর