ঢাকা, রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

রাজশাহীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শুক্রবার বাদ জুমা মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন

রাজশাহী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ চত্বরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

১৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট মডেল মসজিদটি নির্মিত হবে। ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই মসজিদটি নির্মিত হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

   

 

 



এই পাতার আরো খবর