ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চাচার বাসায় বেড়াতে যাচ্ছিলেন, জরিমানা গুণলেন ২ হাজার টাকা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

লকডাউনে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ পার হয়ে পল্টনে চাচার বাসায় বেড়াতে যাচ্ছিলেন এক যুবক। তখন বাবুবাজার ব্রিজে চেকপোস্টে তাকে থামতে বলেন পুলিশ সদস্যরা। কিন্তু তিনি না থেমে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করেন। এতে তাকে ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় পুলিশ। ম্যাজিস্ট্রেট তাকে ২ হাজার টাকা জরিমানা করেন।

ঘটনা শনিবার বিকালের। জরিমানার সময় তিনি লকডাউনে তার বের হওয়ার কারণ হিসেবে চাচার বাসায় বেড়ানোর কথা সংশ্লিষ্টদের জানান। সেদিন বাবুবাজার ব্রিজের ওপর ঘণ্টাব্যাপী ওই চেকপোস্টের নেতৃত্ব দেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা পারভীন। তখন অভিযানে মামলা দেওয়া হয় ৪৭ জনকে। আর জরিমানা করা হয় ১১ হাজার টাকা।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা পারভীন গণমাধ্যমকে বলেন, ‘নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে প্রতিষ্ঠানের কাজের অজুহাত দেখাচ্ছেন অনেকেই। এটি মন্ত্রিপরিষদের নির্দেশনার সঙ্গে কোনোভাবেই যাচ্ছে না। অপ্রয়োজনে মানুষ ঘোরাফেরা করছে, লকডাউন দেখতে বেরিয়েছ। এক্ষেত্রে আমরা তাদের জরিমানা করছি। জরুরি সেবার সঙ্গে যারা জড়িত তারা উপযুক্ত প্রমাণ দিয়ে যেতে পারছেন।’

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা গণমাধ্যমকে বলেন, ‘কিছু মানুষ আছে যারা নিয়ম ভঙ্গ করতে অভ্যস্ত। বেশিরভাগ মানুষকেই সচেতন হতে দেখ গেছে। আগের তুলনায় মানুষের মাস্ক পরার প্রবণতা বেড়েছে। পুরান ঢাকায় ছোট-ছোট কলকারখানা অনেক বেশি, অন্য এলাকার চেয়ে এখানে মানুষের সংখ্যাও বেশি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ   



এই পাতার আরো খবর