ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

আম কিনতে বেরিয়ে জরিমানা গুনতে হলো কলেজছাত্রকে
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনেও মাঠে কাজ করছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সারাদেশে। এর মধ্যে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ব্যক্তিগত গাড়ি নিয়ে আম কিনতে বের হয়ে ম্যাজিস্ট্রেটকে মিথ্যা বলায় এক কলেজছাত্রকে জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে তল্লাশিকালে ভ্রাম্যমাণ আদালত তাকে জরিমানা করেন। এর আগে, তল্লাশিকালে তিশান নামের ওই ছাত্রের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় তিশান কলেজের অ্যাসাইনমেন্ট করতে বের হয়েছেন জানায়। তবে তার বাবাকে কল দিলে জানা যায়- তিশান গাড়ি নিয়ে আম কিনতে বের হয়েছেন।

পরে তিশান ভ্রাম্যমাণ আদালত থেকে রেহাই পেতে বিভিন্ন কথা বলতে থাকেন। পাশাপাশি সেখানে কর্তব্যরত সাংবাদিকদেরও ছবি তুলতে নিষেধ করেন তিনি। পরে ছাত্র বিবেচনায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর