ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নদীকে মেরে ফেলা বড় অপরাধ
নিজস্ব প্রতিবেদক, রংপুর
অনলাইন আলোচনায় অংশগ্রহণকারীরা।

একজন মানুষকে মেরে ফেলার চেয়েও অনেক বড় অপরাধ একটি নদীকে মেরে ফেলা। প্রতিমাসে অন্তত একবার মন্ত্রীপরিষদ মিটিংয়ে নদীর অবস্থা তুলে ধরা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী রক্ষায় নির্দেশনা দিলে আর কেউ নদীর ক্ষতি করতে পারবে না।

রিভারাইন পিপলের আয়োজনে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের সহযোগিতায় নদী অধিকার দিবস উদযাপন করা হয় মঙ্গলবার রাতে। আলোচনা পর্বে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, পরিবেশ বিষয়ক আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভারাইন পিপলের তিস্তা সুরক্ষা কমিটির আহ্বায়ক মঞ্জুর আরিফ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক উমর ফারুক, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ফজলুল হকসহ অনেকেই অনুষ্ঠানে অংশ নেন।

১৯৯৭ সালের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনটি ২০১৪ সালের ১৭ আগস্ট আইনে পরিণত হয়েছে। সে বছরই রিভারাইন পিপল দিবসটিকে নদী অধিকার দিবস ঘোষণা করে। ২০১৪ সাল থেকেই দিবসটি দেশে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো পালন করে আসছে। 

প্রীতি বিতর্কে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের তার্কিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তার্কিক। সংসদীয় পদ্ধতির বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মাশফিক আহসান। বিচারকের দায়িত্ব পালন করেন দিব্যেন্দু বিশ্বাস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের সাবেক সভাপতি তরিকুল ইসলাম পিয়াস।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর