ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলে দেয়া হলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
গাজীপুর প্রতিনিধি :

করোনা মহামারীতে প্রায় চারমাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সেই সাথে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানসহ (ভাওয়াল ন্যাশনাল পার্ক) বনবিভাগের সকল বিনোদন কেন্দ্র শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, গত ৩ এপ্রিল থেকে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে যথারীতি খুলে দেয়া হয়েছে। প্রথম দিন ছুটির দিন হওয়ার পরেও খুব একটা দর্শনার্থীদের চাপ নেই পার্কে। তবে তিনি আশা করছেন কয়েক দিনের মধ্যে আবারও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠবে পার্কটি।

এর আগেও করোনাভাইরাসের সংক্রমণরোধে গত বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাফারি পার্ক বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। প্রায় সাড়ে ৭ মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর সাফারি পার্ক খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর