ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকায় ফিরেছেন আফগানিস্তানে আটকেপড়া সেই ৬ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
আটকেপড়া সেই ৬ বাংলাদেশি

আফগানিস্তানে আটকেপড়া সেই ছয়জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরেছেন। কাবুল থেকে এই ছয় বাংলাদেশি কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন। দোহা থেকে তারা দুবাই হয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে এয়ার অ্যামিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন। 

সেই ছয়জন বাংলাদেশি নাগরিক হলেন- রাজিব বিন ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ। তারা আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে চাকরি করতেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরও ছয় বাংলাদেশি দোহায় পৌঁছেন। এর আগে কাবুল থেকে তিন বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন। এর মধ্যে থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত



এই পাতার আরো খবর