ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চিড়িয়াখানার পাশের সড়কের কাছে মর্টার শেল উদ্ধার
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে স্থানটি নিয়ন্ত্রণে নিয়ে ঘিরে রেখেছে র‍্যাব-৪ এর একটি দল।

আজ বুধবার সকালে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা সড়কে একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় একটি মর্টার শেল উদ্ধার করে র‍্যাব। মর্টার শেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থানে নিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

র‌্যাবের প্রাথমিক ধারণা, মর্টার শেলটি যুদ্ধের সময়কার। এই এলাকায় এমন বোমা আরও পাওয়া যেতে পারে। রাতে খবর পেয়ে র‌্যাব পুরো বাড়ি ঘিরে ফেলে। সকাল থেকে শুরু হয় এটির অপসারণের কাজ। বিস্ফোরণের জন্য বোমাটিকে দিয়াবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর