ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে কোটি টাকা জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে কোটি টাকা জরিমানা।

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১১ মাসে ৪ হাজার ৮১৫টি অবৈধ যানবাহন আটক করে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গত ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রায় ১১ মাস অভিযান পরিচালনা করা হয়। এই ১১ মাসে রিকশা ১৬৫৭, ভ্যান ১৭২, ইজিবাইক ৯৩, সিএনজি ৬২টি-সহ সর্বমোট ১৯৮৪টি থ্রি হুইলার আটক করে মামলা করা হয়।

এছাড়া অন্যান্য পরিবহনের মধ্যে প্রাইভেটকার ৬২৯, মাইক্রোবাস ২৬০, মোটরসাইকেল ৬৬, পিকআপ ৫৪৬, ট্রাক ৪৬১, বাস ৫২০, কাভার্ডভ্যান ৩৪৮টি-সহ মোট ২৮৩১টি গাড়ি আটক করে মামলা করা হয়েছে। এসব মামলায় সর্বমোট জরিমানা করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত থ্রি হুইলার কোনো অবস্থাতেই চলাচল করতে দেওয়া হবে না। এই বিষয়ে সালনা হাইওয়ে থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। এসব বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর