ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আবরার হত্যা : আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
অনলাইন ডেস্ক
আবরার ফাহাদ। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। 

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ যুক্তি উপস্থাপন শুরু করেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল গনি টিটু। এদিন তিন আসামি ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন ও মো.  মেহেদী হাসান রবিনের পক্ষে যুক্তিউপস্থাপন শুরু করেন। এদিন তাদের পক্ষে যুক্তিউপস্থাপন শেষ না হওয়ায় মঙ্গলবার পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। 

এদিন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার যুক্তি উপস্থাপন করেন। তার যুক্তিউপস্থাপন শেষে আসামি পক্ষের যুক্তিউপস্থাপন শুরু করেন।

এর আগে রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার চিফ প্রসিকিউটর  মোশাররফ হোসেন কাজল যুক্তি উপস্থাপন করেন। যুক্তি উপস্থাপন শেষে তিনি ২৫ আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন। এদিন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার যুক্তি উপস্থাপন করেন। এদিন, বাদীপক্ষের আইনজীবীর যুক্তিউপস্থাপন  শেষ না হওয়ায় সোমবার পরবর্তী দিন ধার্য করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর