ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এসিডদগ্ধ কলেজছাত্রীকে রামেক থেকে ঢাকায় স্থানান্তর
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রতীকী ছবি

নাটোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এসিডে ঝলসে দেওয়া কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দগ্ধ কলেজছাত্রীর চাচা ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাতে নাটোর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ভোরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। শেখ হাসিনা বার্ন ইউনিটে রেখে এসিডদগ্ধ কলেজছাত্রীর চিকিৎসা চলছে।

এর আগে রবিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ওই কলেজছাত্রীকে রামেক হাসপাতালে নেওয়া হয়। তিনি রাজশাহী সরকারি সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। রবিবার বিকালে নাটোরের দত্তপাড়ায় এই ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর