ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই: মির্জা আজম
নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই। ইউনিট সম্মেলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের জায়গা দিতে হবে। আজ রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে তিনি একথা বলেন। 

মির্জা আজম বলেন, সবাইকে মনে রাখতে হবে, দলকে শক্তিশালী করার বিকল্প নেই। এ জন্য ত্যাগী ও পরীক্ষিতদের জায়গা করতে হবে। কারণ হাইব্রিডরা জোয়ারের মতো আসে, ভাটার মতো চলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্পষ্টভাবে বলে দিয়েছেন, আওয়ামী লীগের আগামী কোনো সম্মেলনেই আর হাইব্রিড নেতাকর্মীদের কোনোভাবে দলে ঠাঁই দেওয়া হবে না। 

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিলর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, হাজী সেলিম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, গোলাম সরোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর