ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাফারি পার্কের অসুস্থ জেব্রাটিও মারা গেল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ জেব্রাটিও মারা গেছে। এনিয়ে শনিবার সাফারি পার্কে দুটি জেব্রা মারা গেলো।

শনিবার সন্ধ্যা ৬টার কিছু সময় পর অসুস্থ ওই জেব্রা মারা যায়। একইদিন সকালে অসুস্থ অবস্থায় অপর একটি জেব্রার মৃত্যু হয়।

তবে মারা যাওয়া জেব্রা দুটি মাদি না পুরুষ তা নির্ণয় করা যায়নি। এনিয়ে পার্কে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রা মারা গেছে।

সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, শনিবার সকালে জেব্রা পালের দুটি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে সকালে একটি ও সন্ধ্যায় অপর একটি জেব্রা মারা যায়। বিশেষজ্ঞ টিম সাফারি পার্কে পৌঁছে মৃত্যু রোধে করণীয় ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, গত ২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারির জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। ৯টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক হয়। বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল। 

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর