ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রূপায়ণ সিটি উত্তরায় দু'দিনব্যাপী বসন্ত উৎসব
অনলাইন ডেস্ক

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়েছে দু'দিনব্যাপী বসন্ত উৎসব। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হয়েছে গতকাল শনিবার রাত ৯টায়। বসন্ত উৎসব উপলক্ষে অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল রূপায়ণ সিটি উত্তরা। আয়োজনের মধ্যে ছিল গ্রামীণ রকমারি পিঠার সমারোহ। সাথে ছিলো মনোমুগ্ধকর বাউল সংগীতের আয়োজন।

বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির সব সুযোগ-সুবিধা ঘুরে দেখে দর্শনার্থীরা ছিলেন উচ্ছ্বসিত। 

উৎসব পরিদর্শন করেন  রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এম মাহবুবুর রহমান।

উৎসব উপলক্ষে এম মাহবুবুর রহমান বলেন, ‌‘আগামী প্রজন্মকে জানাতে এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই আয়োজন। বরাবরের মতো রূপায়ণ সিটি উত্তরা এই আয়োজন করেছে। একুশে ফেব্রুয়ারি এবং পহেলা বৈশাখেও এরকম আয়োজন করা হবে।’ 

 

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর