ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রংপুরে সেনাবাহিনীর দু’দিনব্যাপী গলফ টুর্নামেন্ট সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর ক্যান্টনমেন্ট গলফ ক্লাবে সেনাবাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত দু’দিনব্যাপী গলফ টুর্নামেন্ট শেষ হয়েছে। আজ রবিবার দুপুরে রংপুর গলফ এন্ড কান্ট্রি ক্লাব মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেন।

টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন বিজয়ী, কর্নেল মো. ইয়াছির জাহান হোসেন বেস্ট গ্রস, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বাকী রানারআপ, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান দ্বিতীয় রানারআপ, মেজর মো. আশরাফুজ্জামান ম্যাক্সিমাম পার, লে. কর্নেল রাইহান আহমেদ মিনিমাম পাট, মেজর মো. আশরাফ লংগেস্ট ড্রাইভ ও মেজর মো. শামস আক্তার নিয়ারেস্ট টু পিন স্থান অর্জন করেছেন।

এছাড়া নারী বিভাগে আরিনা শাহনেওয়াজ, জুনিয়ার বিভাগে সাবা আল জামি, সাব জুনিয়র বিভাগে মো. জারিয়াত বিজয়ী হয়েছেন। সেনানিবাস মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন দি পূর্বা লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের উপদেষ্টা, পরিচালকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর