ঢাকা, শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

জোড়া শিশু লাবিবা-লামিসা এখন আলাদা
অনলাইন ডেস্ক
জোড়া শিশু লাবিবা-লামিসা এখন আলাদা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হলো লাবিবা-লামিসাকে। সোমবার বিকাল ৫টার দিকে তাদের আলাদা করা হয়। পরে তাদের ঢামেকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

এরপর হাসপাতালের জরুরি বিভাগের তৃতীয় তলার জেনারেল ওটিতে তাদের রাখা হয়েছে। ইতোমধ্যে দুই শিশুর জ্ঞান ফিরেছে।

অস্ত্রোপচারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল।

ডা. কাজল বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। সফলভাবে আমরা আলাদা করতে পেরেছি। ’

২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 



এই পাতার আরো খবর