ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অর্থ পাচারের মামলা; পাপিয়া-মফিজুর দম্পতির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত
অনলাইন ডেস্ক
পাপিয়া ও তার স্বামী

অর্থ পাচারের মামলায় বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া, তার স্বামী মফিজুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৩ মে পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে জানান, এ মামলার পাঁচ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। মামলার পলাতক আসামি জোবায়ের আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অপর দুই আসামি হলেন পাপিয়ার সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা নূর।

২০২০ সালের ২২ ফেব্রুয়ারি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মফিজুর ও পাপিয়া। অবৈধ অস্ত্র রাখার দায়ে একই বছরের ১২ অক্টোবর মফিজুর ও পাপিয়াকে ২০ বছর করে কারাদণ্ড দেন আদালত।



এই পাতার আরো খবর