ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সজাগ রয়েছি : পুলিশ
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি

ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। রাজধানীর গাবতলী বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকেই যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছিল তারা ধীরে ধীরে এসে তাদের নির্ধারিত বাসে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

এদিকে, ঈদের সময় রাজধানীর বিভিন্ন বাস স্ট্যান্ড ও রেল স্টেশনে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকে কিছুসংখ্যক দুষ্কৃতকারী। তবে এখন পর্যন্ত গাবতলী ও এর আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন দারুস সালাম থানার পেট্রোল অফিসার হারুনুর রশিদ।

তিনি বলেন, আজ কর্মদিবসের শেষ দিন। এখন পর্যন্ত রাজধানীতে তেমন একটা যানজট চোখে পড়েনি। তবে আজ বিকাল বা সন্ধ্যা নাগাদ এবং শুক্রবার ও শনিবার অনেক বেশি চাপ হবে বলে আমরা আশা করছি। এই চাপের মধ্যে যেন কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অজ্ঞান পার্টির খপ্পরে কেউ না পড়ে সেজন্য আমরা সজাগ রয়েছি। 

তিনি আরও বলেন, আমাদের কাছে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ আসেনি। বাসের কাউন্টার থেকে এমন কোনো অভিযোগ আসেনি বা কোন বাস এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। সরকারের দ্বারা নির্ধারিত ভাড়ার সবাই নিচ্ছে। আশা করি, এবারের ঈদে সবাইকে নিরাপত্তা দিতে আমরা সফল হবো। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর