ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১ মিনিটের ঈদবাজার!
নাজমুল হুদা, সাভার
‘১ মিনিটের ঈদ বাজার’ নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা-কাপড়

প্রতি বছরের নেয় এবারও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাভারে ব্যতিক্রমী ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে।

প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে শনিবার দুপুরে বিনামূল্যে এ ঈদ বাজার বসান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। 

‘১ মিনিটের ঈদ বাজার’ নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা-কাপড়। বৃদ্ধরাও শার্ট-শাড়ি-লুঙ্গি-জুতাসহ পাচ্ছেন খাদ্যসামগ্রী। 

এসময় ইউপি চেয়ারম্যান জানান, অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিনামূল্যে ঈদের নতুন জামা কাপড় তুলে দেবার জন্য এই আয়োজন।

বিনামূলে ঈদের জামা কাপড় পেয়ে খুশি সমাজের নানা বয়সী অসহায়রা। এসময় কয়েক হাজার অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে ঈদসামগ্রী দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর