ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুসিক নির্বাচন: পাঁচ মেয়র প্রার্থী কে কোথায় ভোট দিবেন
টিম বাংলাদেশ প্রতিদিন, কুমিল্লা থেকে
প্রতীকী ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আজ বুধবার। ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টায়। এ নির্বাচনে মেয়র পদে মেয়র পদে ছয় জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুই বারের মেয়র), মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

অর্থাৎ মেয়র পদে লড়াই করছেন পাঁচ মেয়র প্রার্থী। টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ১০টায় ১২ নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত সকাল ১০ টায় ১১ নং ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ৮টার পর ১১ নং ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান করবেন। হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ চর্থা বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টার পর ভোট দেবেন। হাতপাখা প্রতীকের প্রার্থী রাশেদুল ইসলাম সকাল ১০টায় ২২ নং ওয়ার্ডের পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন। 

এদিকে, নির্বাচন সুষ্ঠু কর‌তে পু‌লিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী ক‌ঠোর অবস্থা‌নে র‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেলা পু‌লিশ সুপার ফারুক আহ‌মেদ।  নির্বাচ‌নে ২৭টি ওয়া‌র্ডে ২৭ জন ম্যা‌জি‌স্ট্রেট কাজ কর‌ছেন উ‌ল্লেখ ক‌রে জেলা পু‌লিশ সুপার  ব‌লেন, ম্যা‌জি‌স্ট্রেট‌দের পাশাপা‌শি ভো‌টের মা‌ঠে ৩ হাজার ৬০৮ জন আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্য আজ থে‌কেই কাজ কর‌ছেন। 

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। আজ বুধবার সবক'টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিবেদন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর