ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গণপরিবহন সংকট, ভোগান্তিতে ঢাকার মানুষ
অনলাইন প্রতিবেদক
আজ হানিফ ফ্লাইওভারের নিচের সড়কের চিত্র

জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ শনিবার সকাল থেকেই রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় শত শত মানুষকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। 

ঢাকার বাইরে অন্য জেলাগুলোতেও পরিবহন সংকটের খবর মিলেছে। জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক সমিতি। তারা জানিয়েছে, জ্বালানির দামের সঙ্গে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত রাস্তায় গাড়ি চলবে না।

একই কারণ দেখিয়ে অনেক আন্তঃজেলা পরিবহনও রাস্তায় নামছে না।

রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা ব্রিজ এলাকায় দেখা গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো কোনো রুটে একটি বাস এলেও সেটিতে ওঠার আশায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। বাসগুলো আগে থেকে যাত্রীতে পরিপূর্ণ হয়ে আসছে। তাই রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ বেশিরভাগ বাসে উঠতে পারছেন না।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর