ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সদরঘাটে দুই লঞ্চের চাপায় পড়ে ট্রলারযাত্রী নিহত
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন এক ট্রলার যাত্রী। এ ঘটনায় ট্রলারের চালকসহ আরেক যাত্রী আহত হয়েছেন। আজ রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌপুলিশ জানিয়েছে।

নিহতের নাম রাশেদ (১৯)। তিনি লক্ষ্মীপুরের বাসিন্দা। আহত দুই জন হলেন ট্রলারের চালক ইমরান (২৫) ও যাত্রী আলী আজগর (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সদরঘাটের লালকুঠি ঘাটে ভিড়ে। একই সময় চাঁদপুরগামী আরেকটি লঞ্চ ঘাটে ভিড়ার চেষ্টা করছিল। এর মধ্যে হঠাৎ করে বিনা সিগন্যাল বা সতর্কতা ছাড়া ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলার দুই লঞ্চের মাঝখানে চলে আসে। বিষয়টি লঞ্চের চালকরা বুঝতে পারেননি। ট্রলারটি মাঝখানে চলে আসার পরই পরই দুই লঞ্চের চাপায় পড়ে। এতে এক যাত্রী নিহতসহ দুইজন আহত হন।

সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, নিহতের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রলার চালক ইমরানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর আহত অন্য ব্যক্তিও একই হাসপাতালে চিকিৎসাধীন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

   



এই পাতার আরো খবর