ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্যবসায়ীর হারিয়ে যাওয়া লাখ টাকা পেয়ে ফেরত দিলেন দিনমজুর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে এক ব্যক্তির হারিয়ে যাওয়া প্রায় ২ লাখ টাকা ৩ দিন পর ফিরে পেয়েছেন প্রকৃত মালিক। যে ব্যক্তি টাকা খুঁজে পেয়ে ফিরিয়ে দিয়েছেন তিনি তার পরিচয়ও প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার নগরীর কাউনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, নগরীর বিসিক এলাকার সুগন্ধা ফ্লাওয়ার মিলের মালিক শংকর কুমার সাহা গত ৬ আগস্ট বিসিক এলাকার ফ্রেশ বেকারি থেকে পাওনা ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে ফিরছিলেন। টাকার কয়েকটি বান্ডেল একটি শপিং ব্যাগে নিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেলের সাথে ঝুলিয়ে নগরীর হাটখোলা দোকানে যাওয়ার সময় খানাখন্দে ভরা রাস্তায় ঝাঁকুনিতে শপিং ব্যাগ ছিড়ে টাকা পড়ে যায়।

রাস্তায় মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি বিষয়টি খেয়াল করেন নি। হাটখোলা গিয়ে দেখেন টাকা ভর্তি ব্যাগ নেই। তাৎক্ষণিক টাকার সন্ধানে নেমে পড়েন তিনি। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা রয়েছে সকল ক্যামেরার ফুটেজ দেখেও টাকার কোনো সন্ধান পাননি তিনি। 

গত ৮ আগস্ট দিনভর মাইকিং করেন। এমনকি টাকা ফিরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়। এর তিনদিন পর নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন তাকে ফোন করে গতকাল মঙ্গলবার ওই টাকা ফিরিয়ে দেন। 

শংকর কুমার সাহা জানান, টাকা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু টাকা হাতে পাওয়ার পর ব্যক্তি টাকা পেয়েছে তাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন। তিনি কোনোভাবেই তার পরিচয় প্রকাশ করবেন না। এ কারণে তাকে পুরস্কৃত করা যায় নি। 

ওয়ার্ড কাউন্সিলর মর্তুজা আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি একজন দিনমজুর। টাকা কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে যায়। মাইকিং শুনে স্থানীয় কাউন্সিলর হিসেবে তার কাছে জমা দিয়েছেন। তবে তার পরিচয় কারো কাছে জানাতে নিষেধ করেছেন। এখনো সমাজে ভাল মানুষ আছে বলে মন্তব্য করেন তিনি।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর