ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সমন্বয়হীনতা নগর উন্নয়‌নের জন্য বিরাট চ্যা‌লেঞ্জ : মেয়র আতিক
অনলাইন ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‌‘ঢাকা শহরে অ‌নেক সমস্যা র‌য়ে‌ছে। যেগুলোকে সমস্যা না বলে চ্যালেঞ্জ বলি। এর মধ্যে র‌য়ে‌ছে সমন্বয়হীনতা। এটাই হচ্ছে নগর উন্নয়‌নের জন্য বিরাট চ্যা‌লেঞ্জ। নগ‌রের একজন সেবক হি‌সে‌বে আমার কা‌ছে এটা ম‌নে হ‌চ্ছে। ত‌বে সবার সহ‌যো‌গিতায় এক‌দিন এসব সমস্যা আমরা সমাধান ক‌রে এ শহর‌কে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য ক‌রে যাব।’

আজ শ‌নিবার রাজধানীতে প্রেস ই‌নস্টি‌টিউ‌ট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সিটি রিপোর্টাস ফোরাম (সিআরএফ) আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পিআইবির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ, সিটি রিপোর্টাস ফোরামের সভাপতি আদিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকার বড় চ্যালেঞ্জ হলো খাল দখল, ফুটপাত দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধা‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। সফলতা আমা‌দের আস‌বে, আস‌তেই হ‌বে। আমরা খাল উদ্ধার কর‌ছি। ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে মুক্তির জন্য বি‌ভিন্ন কাজ কর‌ছি। এসব কাজ সক‌লের সঙ্গে সমন্বয় ক‌রে করা হ‌চ্ছে।’

তিনি বলেন, ‘এই শহরে আমরা থাকি, আমাদের ছেলে-মেয়েরা এখানেই বেড়ে উঠছে। এই শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যথাস্থানে ময়লা না ফেলে, আইন মেনে চলে, অবৈধ দখল না করে আমরা শহরের প্রতি দায়িত্ব পালন করতে পারি।’

বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর