ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ইউনানি-আয়ুর্বেদিক পরীক্ষা
যে সময়ে বকশিবাজার এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন–এর বার্ষিক কোয়ালিফাইং ডিইউএমএস (ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি) এবং ডিএএমএস (ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) পরীক্ষা আগামী ১০ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ আদেশ আগামী ১০ অক্টোবর থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবত থাকবে। 

এদিকে বকশি বাজারে অনুষ্ঠেয় ‌‘সরকারি মাদ্রাসা-ই-আলিয়া’ পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর