ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঢাকায় শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব
অনলাইন ডেস্ক

ঢাকায় শুরু হচ্ছে ১১ দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।’ আগামীকাল শুক্রবার শুরু হয়ে এ অনুষ্ঠান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের ১২২টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় ৪ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উৎসবের আয়োজকরা। 

বুধবার (১৯ অক্টোবর) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে উৎসব সম্পর্কে জানানো হয়।  উগ্র মৌলবাদ, সামাজিক কূপমণ্ডূকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দশমবারের মতো এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মঞ্চসারথি আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ওয়ার্দা রিহাবের পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করবে নর্তনালয়। এছাড়া উদ্বোধনী পর্বে সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, মো. আহ্কাম উল্লাহ ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারোয়ার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর