ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিপাহ ভাইরাস : ডিএনসিসি হাসপাতালে ১০ আইসিইউ প্রস্তুতের নির্দেশ
অনলাইন ডেস্ক
ফাইল ছবি

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে দেশে এ যাবৎ ৩২টি জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। সে কারণে আগাম সতর্কতা অবলম্বন করছে স্বাস্থ্য অধিদফতর। 

সেই ধারাবাহিকতায় রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।  

আজ শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকগুলোর পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান।

তিনি বলেন, ‘প্রথম আউটব্রেক থেকে যে জায়গাগুলোতে নিপাহ ভাইরাস পাওয়া গেছে, সবগুলো জেলাই আমাদের দৃষ্টিতে সন্দেহভাজন। কোনো একটি জেলায় একবার হয়েছে, সেটিও সংক্রমিত জেলা। এক জেলায় একবার হয়েছে মানে যে ওই জেলায় আর হবে না, এমন তো নয়।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

    



এই পাতার আরো খবর