ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিস্ফোরিত ভবনটি ভাঙা নিয়ে সিদ্ধান্ত কাল
অনলাইন ডেস্ক

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরিত ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সে ব্যাপারে আগামীকাল বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির মহাব্যবস্থাপক (পরিবহন) হায়দার আলী।

তিনি বলেন, ‘ভবনের পিলার ও কলাম ধসে গেছে। ছাদও নিচের দিকে দেবে গেছে। এসব দেখে মনে হচ্ছে ভবনটি ভেঙে ফেলতে হবে।’

হায়দার আলী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক পর্যায়ে ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার একটি কমিটি আছে। ওই কমিটির প্রতিনিধিরা আগামীকাল (বৃহস্পতিবার) ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলা হবে কিনা সিদ্ধান্ত নেবে। কমিটি যদি ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সে অনুযায়ী দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।

গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আজও দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে ৭০ জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ১০ জন, যাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর