ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

খুলনা সিটিতে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু
অনলাইন ডেস্ক
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তির বার্তা নিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খুলনা সিটি করপোরেশন (খুসিক) এলাকায় শুরু হয়েছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম।

বুধবার (১৫ মার্চ) সকাল থেকে খুলনা নগরীর চারটি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। ৪৭০ টাকার প্যাকেজে দেয়া হচ্ছে ৫০ টাকা দামে ১ কেজি ছোলা, ৬০ টাকা দামে ১ কেজি চিনি, ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল।

প্রথম দিনে সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে আট হাজার গ্রহীতাকে পণ্য দেয়া হয়। ২৫ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ৩১টি ওয়ার্ডে মোট ১৪৭ জন ডিলারের মাধ্যমে ৮৫ হাজার সেবাগ্রহীতার কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম বলেন, সকাল থেকে ওয়ার্ডের চারটি কেন্দ্রেই তারা তদারকি করেছেন। কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই পণ্য দেয়া হয়েছে।

টিসিবির খুলনা আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করায় অনিয়মের সুযোগ নেই।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর