ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাইডারদের নতুন ওয়ার্ক মডেল ঘোষণা করলো রেডএক্স
প্রেস বিজ্ঞপ্তি

শপআপ-এর লজিস্টিক শাখা রেডএক্স সম্প্রতি ডেলিভারি কার্যক্রম দ্রুততর করতে ডেলিভারি রাইডারদের জন্য নতুন ফ্রিল্যান্স ওয়ার্ক মডেল শুরু করেছে। এই মডেল কাজের পরিমাণের উপর ভিত্তি করে গঠিত এবং ডেলিভারির সময় ও দক্ষতা অনুযায়ী রাইডারদের পুরস্কৃত করা হয়।

নতুন মডেল শুরুর পর থেকেই এটি ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে ডেলিভারির বাড়তি চাপ সামলে স্কেলেবিলিটি এবং ক্যাপাসিটি বৃদ্ধিতে এটি কার্যকরী হচ্ছে। পাশাপাশি ডেলিভারি প্রক্রিয়া দ্রুততর হওয়ায় রেডএক্স মার্চেন্টরাও অধিক পরিমাণে পণ্য বিক্রি করতে পারছেন। এই নতুন মডেলের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে রাইডাররা যেমন অনুপ্রেরণা পাচ্ছে, তেমনি মার্চেন্টদের ডেলিভারি পরিষেবাও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া দেশব্যাপী রেডএক্স-এর লজিস্টিক পরিষেবার ব্যবহার, নগদ অর্থ-প্রবাহ এবং পরবর্তী দিনের পেমেন্ট সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর