ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক দিল মজার ইশকুল
অনলাইন ডেস্ক

ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের সহযোগিতায় মজার ইশকুলের মানিক নগরের স্থায়ী শাখার পাঁচ শতাধিক শিক্ষার্থীকে ঈদের পোশাক দেওয়া হয়েছে। 

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি নিতে এবং তাদের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।

মেয়ে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে থ্রি পিস, ফ্রক, পাজামা, চশমা, ঘড়ি ও মেকআপ। আর ছেলেরা পেয়েছে প্যান্ট, শার্ট, চশমা, ঘড়ি ও কোমরের বেল্ট। 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের স্ত্রী সীমা হামিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর